
DX Group ঈদ ফেস্ট
এই ঈদ-এ ডিএক্স গ্ৰুপ নিয়ে এলো ঈদ ফেস্ট। ডিএক্স গ্ৰুপ এর যেকোনো পণ্য নির্দিষ্ট আউটলেট থেকে কিনলে পাচ্ছেন ডিজিটাল স্পিন এর মাধ্যমে ভাগ্য যাচাইয়ের সুযোগ। পুরস্কার হিসেবে জিতে নিতে পারেন ইলেক্ট্রিক স্কুটার, এসি, টিভি সহ godxg.com এর গিফট ভাউচার।
শর্তাবলী
- ক্যাম্পেইনটি১৮মার্চ থেকে চাঁদ রাত (৩০/৩১মার্চ, ২০২৫); godxg.com এর ক্ষেত্রে ঈদ এর আগে ক্রয়কৃত পণ্য সমূহ১০এপ্রিল ২০২৫ পর্যন্ত স্পিন করা যাবে ।
- নির্দিষ্ট সংখ্যক পণ্য এই ক্যাম্পেইন এর অন্তর্ভুক্ত থাকবে।
- একটি ফোননম্বর থেকে সর্বোচ্চ ৩টি পণ্যের জন্য স্পিন হুইল চেষ্টা করা যাবে ।
ক্যাম্পেইনে অংশগ্রহণের বিস্তারিত
নিচের টেবিল অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ক্রয়ের মাধ্যমে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে পুরস্কার জিতুন
ব্র্যান্ড | যেসব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য | যেভাবে টিকেট জিততে পারবেন |
---|---|---|
DX Tel | স্মার্ট ফোন ও গ্যাজেট প্রোডাক্টস | পণ্যের (ফোন- IMEI, গ্যাজেট- সিরিয়াল নম্বর) নম্বর ও মোবাইল নম্বর এন্ট্রি দিয়ে ডিজিটাল স্পিন চেষ্টা করুন। আপনার টিকেটটি যাচাই করার পরে, এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে। |
DX New Energy Industries Ltd. | শোরুম সমূহে বিক্রিত পণ্যে | পণ্যের সিরিয়াল নম্বর ও মোবাইল নম্বর এন্ট্রি দিয়ে ডিজিটাল স্পিন চেষ্টা করুন। আপনার টিকেটটি যাচাই করার পরে, এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে। |
Hyundai Electronics BD - Dx Hitech | ২০২৫ সালে তৈরিকৃত সকল Hyundai এসি সমূহ (ডিলার ও রিটেল) | পণ্যের সিরিয়াল নম্বর ও মোবাইল নম্বর এন্ট্রি দিয়ে ডিজিটাল স্পিন চেষ্টা করুন। আপনার টিকেটটি যাচাই করার পরে, এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে। |
DXG (Offline) | ন্যূনতম ৫০০/- এর অধিক ফোন ও গ্যাজেট প্রোডাক্টস | পণ্যের (ফোন- IMEI, গ্যাজেট- সিরিয়াল নম্বর) নম্বর ও মোবাইল নম্বর এন্ট্রি দিয়ে ডিজিটাল স্পিন চেষ্টা করুন। আপনার টিকেটটি যাচাই করার পরে, এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে। |
DDL (Gadget products) | All Retails / ecommerce upon product receipt by the customer. | পণ্যের (ফোন- ইমেই, গ্যাজেট- সিরিয়াল নম্বর) নম্বর ও মোবাইল নম্বর এন্ট্রি দিয়ে ডিজিটাল স্পিন চেষ্টা করুন। আপনার টিকেটটি যাচাই করার পরে, এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে। Ecommerce: প্রোডাক্টটি ডেলিভারি পাওয়ার পর পণ্যের (ফোন- IMEI, গ্যাজেট- সিরিয়াল নম্বর) নম্বর ও মোবাইল নম্বর এন্ট্রি দিয়ে ডিজিটাল স্পিন চেষ্টা করুন। আপনার টিকেটটি যাচাই করার পরে, এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে। |
godxg.com | ন্যূনতম ৫০০/- এর অধিক প্রোডাক্টস | প্রোডাক্টটি ডেলিভারি পাওয়ার পর পণ্যের (ফোন- IMEI, গ্যাজেট- সিরিয়াল নম্বর) নম্বর ও মোবাইল নম্বর এন্ট্রি দিয়ে ডিজিটাল স্পিন চেষ্টা করুন। আপনার টিকেটটি যাচাই করার পরে, এসএমএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে। |
* ক্যাম্পেইনটি ১৮ ই মার্চ থেকে চাঁদ রাত পর্যন্ত চলবে
*শর্ত প্রযোজ্য
পুরস্কার সমূহ
ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এই আকর্ষণীয় পুরস্কারগুলো জিতুন
- বিশ্বখ্যাত আইমা ব্র্যান্ড এর ইলেক্ট্রিক স্কুটার
- বিশ্বখ্যাত হুন্দাই ব্র্যান্ড এর ১ টন ইনভার্টার এসি
- শাওমি'র ৪কে এলইডি টিভি
- শাওমি স্মার্টফোন
- স্মার্ট ওয়াচ
- TWS হেডফোন
- পাওয়ার ব্যাঙ্ক
- godxg.com এর ১,০০০/-, ৫০০/-, ১০০/- গিফট ভাউচার
ইলেক্ট্রিক স্কুটার, এসি, এলইডি টিভি শাওমি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, TWS হেডফোন, পাওয়ার ব্যাঙ্ক উপহারের ক্ষেত্রে ডিএক্স এর প্রতিনিধি জয়ী গ্রাহকের সাথে যোগাযোগ করে পুরস্কারটি হস্তান্তরের ব্যবস্থা করবেন। গিফট ভাউচার সমূহ এপ্রিল ৩০ পর্যন্ত DXG-তে রিডিম করা যাবে। গিফট ভাউচার সমূহ এসএমএস এর মাধ্যমে সরবরাহ করা হবে যা ৩০ এপ্রিল ২০২৫ এর মধ্যে ব্যবহার করতে হবে। গিফট ভাউচার এর চেয়ে কম মূল্যের পণ্য কিনলে অব্যবহৃত এমাউন্ট ফেরতযোগ্য বা পুনরায় ব্যবহার যোগ্য হবে না।
গ্রাহক যেভাবে অংশগ্রহণ করবেন
ক্যাম্পেইনে অংশগ্রহণের পদ্ধতি নিম্নে বর্ণনা করা হলো
- ক্রয়ের পরে, গ্রাহক eidfest.godxg.com ক্যাম্পেইন পেজে যাবেন।
- কাস্টোমার নিজের ফোন নম্বর, পণ্যের IMEI/SL নম্বর প্রদান করবেন
- ক্যাম্পেইনের নিয়মাবলী পড়ে তাতে সম্মতি দিবেন
- কাস্টোমার হুইল স্পিন করবেন।
- স্পিন সম্পন্ন হওয়ার পর, তিনি একটি অন-স্ক্রিন কনফারমেশন পাবেন।
- কাস্টোমার এসএমএস-এর মাধ্যমে পুরস্কারের বিবরণ পাবেন:
- ভাউচার পুরস্কার: এসএমএস-এ ভাউচার কোড অন্তর্ভুক্ত থাকবে।
- নন-ভাউচার পুরস্কার: এসএমএস নিশ্চিত করবে যে DX গ্রুপ শীঘ্রই তাদের সাথে যোগাযোগ করবে পুরস্কার গ্রহণের বিষয়ে।
- প্রতিটি কাস্টোমার প্রতি IMEI/SL নম্বরের জন্য একবার স্পিন করতে পারবেন।
- প্রতিটি ফোন নম্বর সর্বোচ্চ ৩ বার স্পিন করতে পারবে, যদি প্রতিটি স্পিন একটি ভিন্ন IMEI/SL নম্বরের সাথে সংযুক্ত থাকে।
যেভাবে পণ্যের সিরিয়াল নম্বর অথবা আইএমইআই খুঁজে পাবেন
আপনার পণ্যের সিরিয়াল নম্বর বা আইএমইআই খুঁজে পেতে নিম্নোক্ত গাইড দেখুন
বিস্তারিত জানতে আমাদের PDF গাইড দেখুন অথবা ডাউনলোড করুন
* PDF ফাইল দেখতে আপনার ডিভাইসে PDF রিডার থাকা প্রয়োজন
Event Update
Important announcement for our valued customers
Current Event Ending
Our current spin wheel event is coming to an end. Thank you for your enthusiastic participation!
Coming Soon
Stay tuned! We're preparing even more exciting events with bigger prizes and better chances to win!